Last Updated: Thursday, December 13, 2012, 18:39
নির্বাচনীবিধি ভঙ্গের অভিযোগে গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা গুজরাত পরিবর্তন পার্টির (জিপিপি) প্রধান কেশুভাই প্যাটেলকে নোটিস পাঠাল নির্বাচন কমিশন। পাইলট কার নিয়ে ভোট দিতে যাওয়ার অভিযোগ উঠেছে জিপিপি প্রধানের বিরুদ্ধে। এদিন সকালে হেলিকপ্টারে রোহটাক পৌঁছন কেশুভাই। সেখান থেকে সরাসরি সরস্বতী শিশু মন্দিরে ভোট দিতে যান তিনি। সেইসময়ই পাইলট কার ব্যবহার করায় কেশুভাইকে নোটিস পাঠানো হয়েছে।