Last Updated: Sunday, May 26, 2013, 21:06
আর পাঁচটা মেয়ের মতই ফেসবুকের ওয়ালে বন্ধুদের ছবি পোস্ট করতেন বেঙ্গালুরুর বাসিন্দা ১৯ বছরের বি কম ছাত্রী ই নিশান্তিনি। জানতেনই না এই ফেসবুকই তাঁকে ক্রমশ টেনে নিয়ে যাচ্ছে মৃত্যুর দিকে। ফেসবুকে নিশান্তিনিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন অরুল দাস নামের ২১ বছরের এক যুবক। নিশান্তিনি প্রস্তাব ফিরিয়ে দিলেও তাঁকে ক্রমাগত উত্যক্ত করতে থাকে অরুল। সম্প্রতি অন্য এক তরণের সঙ্গে নিশান্তিনির ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়।