Last Updated: Sunday, April 7, 2013, 20:55
সুদীপ্ত গুপ্তর মৃত্যুর প্রতিবাদে পথে নামলেন প্রবীণ নাগরিক থেকে ছাত্রযুব সকলেই। আজ গড়িয়া থেকে যাদবপুর পর্যন্ত এক মৌন প্রতিবাদ মিছিলে পা মেলান প্রবীণ নাগরিকরা। নেতাজিনগরে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় ছাত্রযুব সংগঠন।