Last Updated: Tuesday, October 22, 2013, 19:42
ছাত্রের গুলিতে প্রাণ হারালেন এক শিক্ষক। গুলিতে আহত হয়েছে আরও দুই ছাত্র। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাদা মিডল স্কুলে। একটি বন্দুক হাতে নিয়ে স্কুলে গিয়েছিল এক ছাত্র। হাতে বন্দুক দেখে তাকে বোঝাতে শুরু করেন এক শিক্ষক। বন্দুকটি ফেলে দেওয়ার জন্য শিক্ষক তাকে বারবার আর্জি জানান। কিন্তু শিক্ষকের আর্জিতে আমলই দেয়নি ওই ছাত্র। হঠাত্ই শিক্ষককে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই আহত হয় আরও দুই ছাত্র। এরপর আত্মঘাতী হয় সে। আহত দু`জনের অবস্থা আশঙ্কজনক। ঘটনার খবর পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে উত্তর নেভাদা শহরের। পাশ্ববর্তী দুটি স্কুল খালি করে দেওয়া হয়। স্থানীয় সময় সকাল সোয়া সাতটা নাগাদ ঘটনাটি ঘটে। .