Last Updated: Tuesday, December 11, 2012, 21:21
পরিবহণ সংস্থাকে বেসরকারি হাতে তুলে দেওয়ার চক্রান্ত চলছে। এমনই অভিযোগ করলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। এই চক্রান্ত রুখতে প্রয়োজনে সরকারি কর্মীরা আন্দোলনে যাবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি। পরিবহণ নিয়ে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার নোনাপুকুর ট্রামডিপো থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন পরিবহণ কর্মীরা।