Last Updated: Tuesday, November 12, 2013, 15:35
টেনিস বিশ্বে ফিরল জোকার রাজ। রাফায়েল নাদালের রাজকীয় প্রত্যাবর্তনে তাজ খোয়ানো নোভাক জকোভিচ বছরের শেষ বড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন। লন্ডনে এটিপি ওয়ার্ল্ড ট্যুরের ফাইনালে বিশ্বের এক নম্বর রাফায়েল নাদালকে ৬-৩, ৬-৪ হারিয়ে সেরার সেরা মঞ্চে নিজেকে প্রমাণ করলেন এই সার্বিয়ান তারাকা।