Last Updated: Sunday, February 3, 2013, 18:11
চব্বিশ ঘণ্টায় পরপর তিনটি শ্লীলতাহানির ঘটনা কলকাতার বুকে। গতকাল সকাল সাড়ে দশটা নাগাদ দমদম থানা এলাকার কালীধামে এক মহিলার শ্লীলতাহানি করেন পুরসভার এক কর্মী। ন্যাশনাল লাইব্রেরির সামনে আজ সকাল সাড়ে নটা নাগাদ দ্বিতীয় ঘটনাটি ঘটে। বান্ধবীর সঙ্গে রাস্তা পার হওয়ার সময় শ্লীলতাহানির শিকার হন এক তরুণী। ঠিক এক ঘণ্টা পর তৃতীয় ঘটনাটি ঘটে গড়ফা থানা এলাকায় অভিষিক্তা ২ আবাসনের একটি ফ্ল্যাটে। এই ঘটনায় অভিযুক্ত পেশায় রাজমিস্ত্রি।