নয়াদিল্লির পথে হেঁটে - Latest News on নয়াদিল্লির পথে হেঁটে| Breaking News in Bengali on 24ghanta.com
নয়াদিল্লির পথে হেঁটেই মুম্বই সন্ত্রাস নিয়ে হাফিজকে নিশানা হিলারির

নয়াদিল্লির পথে হেঁটেই মুম্বই সন্ত্রাস নিয়ে হাফিজকে নিশানা হিলারির

Last Updated: Monday, May 7, 2012, 21:24

মুম্বই সন্ত্রাসে হাফিজ সইদের ভূমিকা নিয়ে কার্যত নয়াদিল্লির সুরেই সুর মেলালেন হিলারি রডহ্যাম ক্লিনটন। আজ কলকাতায় মার্কিন বিদেশ সচিব বলেন, শুধু পরিকল্পনাই নয়, সম্ভবত হামলার সঙ্গেও সরাসরি যুক্ত ছিল হাফিজ সইদ। আমেরিকা যে জামাত-উদ-দাওয়ার মাথার দাম ঘোষণা করেছে, সে কথাও জানিয়ে দেন তিনি। সেইসঙ্গেই হিলারি ক্লিনটন বলেন, আল কায়দার বর্তমান প্রধান জাওয়াহিরি সম্ভবত পাকিস্তানেই লুকিয়ে আছেন।