Last Updated: Monday, October 7, 2013, 09:29
নয় মাস পর আজ থেকে বাড়ল রেলের যাত্রীভাড়া। দুই শতাংশ হারে বাড়ছে যাত্রীভাড়া। পণ্য মাশুল বৃদ্ধি পাচ্ছে ১.৭ শতাংশ হারে। একইসঙ্গে পণ্যের ওপর ১৫ শতাংশ হারে লেভি নেওয়া হবে। যাঁরা পুজোয় বেড়াতে যাওয়ার জন্য আগেই টিকিট কেটেছিলেন তাঁদেরও গুনতে হবে বাড়তি ভাড়া।