Last Updated: Saturday, May 11, 2013, 14:14
কেন্দ্রীয় আইন মন্ত্রকের দ্বায়িত্ব পাচ্ছেন বর্ষিয়ান কংগ্রেস নেতা কপিল সিব্বল। রেলমন্ত্রকের অতিরিক্ত দ্বায়িত্বভার দেওয়া হচ্ছে সি পি যোশীকে। অশ্বিনী কুমারে পদত্যাগের পর আইনের মতো গুরুত্বপূর্ন মন্ত্রকের দ্বায়িত্ব সিব্বলের মতো পাকা হাতেই তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল কংগ্রেস। সেই সঙ্গে পবন বনসলের জায়গায় যোশীকে বসিয়ে আপাতত কাজ চালানোর ব্যবস্থা করছে কেন্দ্র। এমনটাই মত রাজনৈতিক মহলের। আগামী সপ্তাহেই কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল। তাঁর আগে পর্যন্ত অস্থায়ী ভাবে মন্ত্রক সামলাবেন দু`জন। গতকাল রাতেই প্রধানমন্ত্রীকে ইস্তফা দিয়েছেন অশ্বিনী কুমার ও পবন বনসল।