পরিবর্তনে মহাজাতি সদ - Latest News on পরিবর্তনে মহাজাতি সদ| Breaking News in Bengali on 24ghanta.com
পরিবর্তনে মহাজাতি সদন

পরিবর্তনে মহাজাতি সদন

Last Updated: Friday, December 30, 2011, 21:15

মহাজাতি সদনেও এবার পরিবর্তনের হাওয়া। কলকাতার ঐতিহ্যবাহী এই ভবনে এবার আধুনিক বিনোদন কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সদনের অছি পরিষদের এই সিদ্ধান্ত ইতিমধ্যেই সরকারের কাছে পাঠানো হয়েছে। অছি পরিষদের সিদ্ধান্ত অনুমোদনও করেছে রাজ্য সরকার। উল্লেখ্য পরিষদের চেয়ারম্যান হলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।