পরিবহন কর্মী - Latest News on পরিবহন কর্মী| Breaking News in Bengali on 24ghanta.com
পেনশন সংকটে পরিবহন দফতর

পেনশন সংকটে পরিবহন দফতর

Last Updated: Wednesday, September 28, 2011, 12:25

পেনশন নিয়ে গভীর সংকটে পরেছেন সরকারি পরিবহণ সংস্থার কয়েক হাজার অবসরপ্রাপ্ত কর্মী। প্রায় তিন মাস হয়ে গেল পেনশন বন্ধ। জুলাই মাসের পর থেকে পেনশন পাননি সিএসটিসি অথবা উত্তরবঙ্গ পরিবহণ সংস্থার কোনও কর্মী।কবে থেকে পেনশন পাবেন তাও জানেন না পরিবহণ সংস্থার অবসরপ্রাপ্ত কর্মীরা।