Last Updated: Wednesday, May 1, 2013, 15:47
ভারতের অনুরোধের কাছে নরম হল পাক সরকার। লাহোরের হাসপাতালে মৃত্যুর সঙ্গে
লড়াই চালিয়ে যাওয়া সরবজিত সিংয়ের সঙ্গে নিয়মিত ভারতীয় দুতাবসের আধিকারিকে
দেখা করার অনুমতি দিয়েছে পাক সরকার। আজ ভারতীয় দূতাবাসের তরফেও এক আধিকারিক
সরবজিতকে দেখতে যান। ভারতীয় বন্দির অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন
ওই আধিকারিক।