Last Updated: Tuesday, July 16, 2013, 17:19
নীরেন চক্কত্তি লিখেছিলেন, "রাজা তোর কাপড় কোথায়?" মনীশ তিওয়ারি লিখলেন, মোদী তোর দাম কত? না নীরেন্দ্রনাথ চক্রবর্তী সঙ্গে রাজনীতির সমীকরণ টানার ধৃষ্টতা করা ঠিক হবে না। আসল কথা, বর্তমানে টুইট পাখির কূটকচালিতে রাজনীতির `আগুন` জ্বলছে দ্বিগুণ। এবার তরজা পাঁচ টাকার টিকিট নিয়ে। হয়দরাবাদে `মোদী শো`-র দর ৫ টাকা ধার্য করায়, ভারতীয় জনতা পার্টিকে এক হাত নিয়ে টুইটে নরেন্দ্র মোদীর `আসল দাম বাতলা`বার দাবি তুললেন কেন্দ্রীয় তথ্য সম্প্রচারমন্ত্রী মনীশ তিওয়ারি।