Last Updated: Friday, June 28, 2013, 11:31
একজন শ্রীনগরের হায়দারপোরায় জঙ্গি হামলায় শহীদ হয়েছেন। অন্যজন সেই শোকে বাঁকুড়ার তালডাংড়া থানার পাঁচমুড়া গ্রামে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন। বৃহস্পতিবার সেই দম্পতি ফের মিলিত হলেন শ্মশানে। পাশাপাশি চিতায় দাহ হল নিহত সেনা জওয়ান অদ্বৈত্য নন্দী ও তাঁর স্ত্রী পিউ নন্দীর দেহ। আর বিরল সেই ঘটনার সাক্ষী থাকতে, সেনা ও পুলিস আধিকারিকদের পাশাপাশি, পাথরির শ্মশানে উপস্থিত ছিলেন কয়েক হাজার মানুষ।