পাঁচলা - Latest News on পাঁচলা| Breaking News in Bengali on 24ghanta.com
যুবকের দেহ উদ্ধার পাঁচলায়

যুবকের দেহ উদ্ধার পাঁচলায়

Last Updated: Friday, September 27, 2013, 12:23

এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল হাওড়ার পাঁচলা থানার গাববেড়িয়া অঞ্চলে। মৃত যুবকের নাম বেল্লাল মিদ্যে। বাড়ি জগাছা থানার উনশানিতে। তিনি পেশায় গাড়ি চালক। গতকাল রাতে বন্ধুদের সঙ্গে দেখা করতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যান বছর পঁচিশের বেল্লাল মিদ্যে। তারপর থেকেই তার মোবাইল বন্ধ ছিল। ভোররাতে পাঁচলার গাববেড়িয়া অঞ্চলে একটি দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই পুলিসকে খবর দেয়। পরে পুলিস গিয়ে সেই দেহ উ্দ্ধার করে। পকেটে থাকা ড্রাইভিং লাইসেন্স থেকে পুলিস মৃত যুবকের পরিচয় জানতে পারে। এরপরই খবর যায় বেল্লাল মিদ্যের বাড়িতে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

উপনির্বাচনেও শাসক দলের বিরুদ্ধে উঠছে চোখরাঙানির অভিযোগ

উপনির্বাচনেও শাসক দলের বিরুদ্ধে উঠছে চোখরাঙানির অভিযোগ

Last Updated: Sunday, June 2, 2013, 11:26

ভোটগ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যায় পাঁচলার একটি কেন্দ্রে ভোটগ্রহণ। পাঁচলা বন হরিশপুর হাই মাদ্রাসায় ইভিএমে তৃণমূল প্রার্থীর বোতামের পাশে সবুজ চিহ্ন দেওয়া ছিল বলে অভিযোগ। বিষয়টি নজরে আসার পরই ওই ইভিএমটি বদলে দেওয়ার দাবি তোলেন বামেরা। এরপরই ভোটগ্রহণ স্থগিত রাখা হয়। খবর পেয়ে ভোটকেন্দ্রে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন সেক্টর অফিসার। প্রিসাইডিই অফিসারের সঙ্গে ইভএমটি পর্যবেক্ষণ করেন সেক্টর অফিসার। যদিও কিছুক্ষণ পরই ফের শুরু হয় ভোটগ্রহণ।