Last Updated: Thursday, December 13, 2012, 11:29
নয়াদিল্লির হাতে তুলে দিতে হবে মুম্বই কাণ্ডের মূল চক্রী হাফিজ সইদকে। পাক অভ্যন্তরীণ মন্ত্রী রেহমান মালিকের কাছে এই দাবিই জানাবে ভারত। আগামিকাল তিনদিনের ভারত সফরে আসছেন পাক অভ্যন্তরীণ মন্ত্রী। যাবতীয় বকেয়া ইস্যু নিয়ে আলোচনার জন্য খোলা মন নিয়েই ভারতে আসছেন বলে জানিয়েছেন রেহমান মালিকও।