পাক গুপ্তচর সংস্থ হা - Latest News on পাক গুপ্তচর সংস্থ হা| Breaking News in Bengali on 24ghanta.com
সুর চড়াল আমেরিকা

সুর চড়াল আমেরিকা

Last Updated: Wednesday, September 28, 2011, 17:41

লেনের অভিযোগ, যে ভাবে পাক গুপ্তচর সংস্থ হাক্কানি গোষ্ঠীকে ব্যবহার করছে, সেটা ঠিক নয়। বরং তাদের উচিত্‍ এই সমস্ত জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া। মাইক মুলেন মনে করেন, আফগানিস্তান এবং পাকিস্তান সফর চলাকালীন তিনি অনেক কিছু জানতে পেরেছেন।