Last Updated: Wednesday, June 25, 2014, 10:21
যাত্রীবাহী বিমান অবতরণের ঠিক আগে তার ওপর গুলিবর্ষণে মৃত্যু হল এক যাত্রীর। দুই বিমানকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। এই ঘটনা ঘটেছে পাকিস্তানের পেশোয়ারের বাচা খান বিমানবন্দরে। হামলাকারীদের নিশানায় ছিল রিয়াধ থেকে সৌদি আরবগামী ফ্লাইট PK-756। বিমানটিতে মোট একশো ছিয়ানব্বই জন যাত্রী ছিলেন।