Last Updated: Friday, June 8, 2012, 21:31
পেশোয়ারে এক বিধ্বংসী বিস্ফোরণে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় প্রায় ৪০ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খাইবার পাখতুনখা অঞ্চলের রাজধানী পেশোয়ার শহরের বুকেই একটি সরকারি কর্মচারীবাহী বাসে বিস্ফোরণটি ঘটে। বাসটির পিছনের দরজার কাছে বোমাটি রাখা ছিল বলে পুলিস জানিয়েছে। বিস্ফোরণটি ঘটাতে প্রায় আট কেজির বিস্ফোরক ব্যবহার করা হয়েছে বলে পুলিসের অনুমান।