Last Updated: Monday, October 7, 2013, 15:02
ব্রাইট কালার সিঙ্গল টোন ড্রেস। সঙ্গে জমকালো ভারী অ্যাক্সেসরিজের বাহার। চোখে ঘন কালো কাজল। ২০১৩-র ফ্যাশন ট্রেন্ড। বছরভরই চলছে শুধু অ্যাক্সেসরিজের রাজত্ব। আর এর মধ্যে একেবারে রাজ সিংহাসনে বসে রয়েছে জাঙ্ক জুয়েলারি। ছোট প্রিন্টের সুতির পোষাক, একরঙা বা সরু স্ট্রাইপের র সিল্কের কুর্তি, ফ্লোরাল প্রিন্টের নি লেংথ সামার ড্রেস বা শাড়ি, সব কিছুই পূর্ণতা পাচ্ছে জাঙ্কে। সিলভার, অক্সিডাইজড, তামার মতো ভারী মেটালের গয়নার পাশাপশি রঙবেরঙের বিডস বা বাহারি সুতোর গয়নাও দেদার বিকোচ্ছে।