Last Updated: Saturday, September 21, 2013, 07:37
গ্রাম বাংলার রায় জানার পর এ বার শহরের মন জানার পালা। আজ রাজ্যের ৯ টি জেলায় ১২টি পুরসভার ভোটগ্রহণ। ৯টি জেলা থেকে আমাদের রিপোর্টাররা পুরভোটের সব খবর সরাসরি খবর পাঠাচ্ছেন। সেই সব খবর নিয়েই এই লাইভ আপডেট।