পারাদ্বীপ - Latest News on পারাদ্বীপ| Breaking News in Bengali on 24ghanta.com
এবিজি বিদায়ের পর থেকে হাঁপানি বাড়ছে হলদিয়ার

এবিজি বিদায়ের পর থেকে হাঁপানি বাড়ছে হলদিয়ার

Last Updated: Sunday, July 7, 2013, 20:54

এবিজি চলে যাওয়ার পর ক্রমশ রুগ্ন হচ্ছে হলদিয়া বন্দর। চলতি আর্থিক বছরের প্রথম তিন মাসে বন্দরে পণ্য খালাসের পরিমাণ অনেকটাই কমে গেছে। অথচ, পাশেই ওড়িশার পারাদ্বীপে বেড়েছে পণ্য খালাসের পরিমাণ। শাসকদলের দাদাগিরিতে এবিজি হলদিয়া ছেড়ে যাওয়ায় শুধু যে বন্দরের আয় কমছে এমন নয়। হলদিয়ায় জাহাজ আসা কমে যাওয়ায় বেড়ে যাচ্ছে আমদানির খরচ। যা শিল্পে রাজ্যের বেহাল দশাকে দিনে দিনে আরও সঙ্গীন করে তুলবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। হলদিয়া বন্দর ছেড়ে গেছে এবিজি। তারপরে বন্দরের দশা যে ক্রমশ করুণ হচ্ছে, পরিসংখ্যানেই তা স্পষ্ট।