Last Updated: Friday, January 11, 2013, 21:39
পার্কিংয়ের যথাযথ ব্যবস্থা নেই। রাস্তা দখল করে বসে থাকেন হকাররা। ক্ষতি হচ্ছে ব্যবসার। অথচ ব্যবস্থা নিচ্ছে না পুরসভা। এই অভিযোগসহ মোট পাঁচদফা দাবিতে শুক্রবার নিউ মার্কেট এলাকায় দু`ঘণ্টার প্রতীকী ধর্মঘট ও অবস্থান বিক্ষোভ করল জয়েন্ট ট্রেডার্স ফোরাম। ধর্মঘটে যোগ দেন ছ`টি মার্কেটের সদস্যরা। এ বিষয়ে পুরসভার নিষ্ক্রিয়তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা।