Last Updated: Friday, November 1, 2013, 14:25
সদ্যোজাত শিশুর দেহ ছিঁড়ে খেয়েছে কুকুর। আর সেই দেহ পড়ে রয়েছে প্রকাশ্যে, পড়ে রয়েছে পুরুলিয়ার জেলা পরিষদ চত্ত্বরে। সাতসকালে এমনই চমকে দেওয়া দৃশ্য দেখল পুরুলিয়া শহরের মানুষ। কিন্তু দেহদুটি এল কোথা থেকে? কপালে ট্যাগ থাকায় এটা বোঝা যাচ্ছে দেবেন মাহাত সদর হাসপাতালে জন্ম। সেখানেই দুই সদ্যোজাতের জন্ম।