Last Updated: Thursday, August 1, 2013, 10:12
হুগলির জাঙ্গিপাড়ার ফুরফুরা পঞ্চায়েতের একটি বুথে আজ চলছে পঞ্চায়েতের পুনর্নিবাচন। নির্বাচনের দিন নির্দল প্রার্থী অতনু দাস ব্যালট বাক্স ফেলে দেওয়ায় এবং গণনার দিন গণ্ডগোল শুরু হওয়ায় আজ ফের ভোট নেওয়া হচ্ছে এই বুথে।