পুলিস কমিশনর - Latest News on পুলিস কমিশনর| Breaking News in Bengali on 24ghanta.com
গ্রেফতার হয়নি কেউ, দল গঠন করে চলছে বিস্ফোরণের তদন্ত

গ্রেফতার হয়নি কেউ, দল গঠন করে চলছে বিস্ফোরণের তদন্ত

Last Updated: Sunday, February 24, 2013, 12:32

হায়দরাবাদ বিস্ফোরণের দু`দিন পরও কাউকে গ্রেফতার করতে পারল না পুলিস। ছ`জনকে জিজ্ঞাসাবাদ করা হলেও কোনও সূত্র না মেলায় তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। নাশকতার ঘটনায় জড়িত সন্দেহে পাক নাগরিক ফৈয়জ কাকজি ও ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গি রাজু ভাইয়ের খোঁজ চলছে। গতকাল রাতে ফের তিহার জেলে বন্দি ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গি মকবুলকে জেরা করে পুলিস। তদন্তের জন্য ১৫টি দল গঠন করা হয়েছে। হায়দরাবাদে জঙ্গিরা নাশকতা চালাতে পারে বলে গত নভেম্বরেই খবর পাওয়া গিয়েছিল। খোদ পুলিস কমিশনার গতকাল এই স্বীকারোক্তি করেছেন। এরপরও, বিস্ফোরণের ঘটনা ঘটায় পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।