Last Updated: Tuesday, August 14, 2012, 22:44
এতদিন মাওবাদী আতঙ্কে দিন কাটাচ্ছিলেন পশ্চিম মেদিনীপুরের বিনপুর এলাকার মানুষ। রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর, দিন বদলের আশায় বুক বেঁধেছিলেন সেখানকার মানুষজন। অথচ নতুন সরকারের বর্ষপূর্তির পরে এখন পুলিসের আতঙ্কে দিন কাটছে বিনপুরবাসীর। শিলাদিত্য চৌধুরীর গ্রেফতারির ঘটনায় স্তম্ভিত বিনপুরের নয়াগ্রামের মানুষ। মাওবাদী আতঙ্ক ভুলে তাঁদের এখন গ্রাস করেছে পুলিসি আতঙ্ক।