Last Updated: Thursday, June 14, 2012, 10:17
বন্ধুর উজ্জ্বল কেরিয়ারকে পণ্ড করতে গিয়ে সাইবার ক্রাইমের জালে জড়িয়ে গেল এক মেধাবী ছাত্র। বন্ধুর নামে বিদেশের বিশ্ববিদ্যালয়ে ভুয়ো ইমেল করার দায়ে অভিযুক্ত ওই ছাত্র। সেইসঙ্গে যাঁর নামে ভুয়ো ইমেল পাঠানো হয়েছে, সেই ছাত্র অগ্নিরূপ সরকারেরও এক বছর নষ্ট হয়েছে।