Last Updated: Wednesday, March 13, 2013, 19:18
এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টা এবং তার আত্মঘাতী হওয়ার চেষ্টার ঘটনায় উত্তপ্ত যাদবপুর। আজাদগড়ের তিলকনগরের একটি বাড়িতে পরিচারিকার কাজ করেন ওই নাবালিকা। বাড়ির বাসিন্দা এক কলেজ ছাত্র এবং তার ২ বন্ধু তাকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ।