Last Updated: Sunday, July 7, 2013, 21:31
কুকুর পোষা নিয়ে এবার আরও সচেতন হতে হবে ব্রিটেনবাসীকে। ইচ্ছে হলেই এখন থেকে আর হিংস্র প্রজাতির সারমেয়কে বাড়ির পোষ্য করে রাখা যাবে না। এমনই নির্দেশ দিয়েছে ডেভিড ক্যামেরন প্রশাসন। ব্রিটেনের এক চতুর্থাংশ পরিবারেই অন্তত একটি করে পোষ্য রয়েছে সারমেয়। প্রভুভক্তি বা বাড়ি পাহারা দেওয়ার ক্ষমতার প্রতি ভরসা করে না, অধিকাংশ পরিবারই নিছক ভালোবাসার টানেই আপন করে নিয়েছে এই সারমেয়দের।