Last Updated: Saturday, October 5, 2013, 10:39
কামদুনির গল্প শেষ হয়ে গেছে। আর প্রতিবাদী মঞ্চ? তারও যবনিকা পতন। এই শব্দ, এই ভাষাতেই আন্দোলনকারীদের আক্রমণ জ্যোতিপ্রিয় মল্লিকের। মৃতার পরিবার এখন সরকারের পাশে। তাই কি গোটা আন্দোলনেরই "দি এন্ড" বলতে দু-বার ভাবতে হল না মন্ত্রীকে? নির্যাতিতা এখনও বিচার পাননি। তার আগেই কী করে শেষ হয়ে গেল গল্প? উঠছে সেই প্রশ্ন।