Last Updated: Monday, October 14, 2013, 20:12
বাড়ির ঠাকুর ভাসান দিতে এসে বাগবাজার ঘাটে নিখোঁজ হয়ে গেলেন এক যুবক। নাম সুকুমার কংসবণিক। ওই যুবক উত্তর কলকাতার শিকদারবাগান এলাকার বাসিন্দা। গঙ্গায় নেমে তলিয়ে যান তিনি। কেন ঘাটে রাখা হয়নি উদ্ধারকর্মীদের, এ নিয়ে ক্ষোভে ফেটে পড়েন ওই যুবকের পরিবারের লোকজন। এই ঘটনার জেরে প্রায় ঘণ্টাখানেক প্রতিমা বিসর্জন বন্ধ রয়েছে বাগবাজার ঘাটে।