Last Updated: Tuesday, January 22, 2013, 22:59
স্নাতকোত্তর স্তরে ভর্তির ক্ষেত্রে অভিন্ন প্রবেশিকা পরীক্ষা চালু করা নিয়ে জটিলতা কাটল না। আজ উচ্চশিক্ষা সংসদের বৈঠকে রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরা উপস্থিত ছিলেন। তবে এই পরীক্ষা কী পদ্ধতিতে নেওয়া হবে, সে বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। যদিও উচ্চশিক্ষা সংসদের দাবি, অভিন্ন প্রবেশিকা পরীক্ষা চালুর বিষয়ে কেউই দ্বিমত প্রকাশ করেননি।