Last Updated: Monday, February 11, 2013, 15:42
প্রেম সপ্তাহের সবথেকে সুন্দর দিন বোধহয় আজ। প্রমিস ডে। প্রেমের শুরু থেকে শেষ দিন পর্যন্ত অনেক কিছু বদলালেও প্রতিশ্রুতিগুলো কিন্তু থেকেই যায়। কবে থেকে প্রিয় মানুষটিকে নিজের হাতে কিছু বানিয়ে দেওয়ার কথা দিয়ে ছিলেন। প্রতিশ্রুতিকে ভালবাসায় মুড়ে দিতে আজকের মত ভাল দিন আর পাবেন না। একটা হোমমেড ছোট্ট হোয়াইট চকোলেটে আপনার সঙ্গীর মুডটা চকলেটি হবেই।