Last Updated: Wednesday, January 9, 2013, 22:56
ভাঙড়ে গত দু-তিন দিনের ঘটনাকে `গুন্ডাগিরি` বলেই মনে করেন রাজ্যপাল। আজ কলকাতায় এক অনুষ্ঠানে তিনি পরিষ্কার জানিয়ে দেন, "আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব প্রশাসনকেই নিতে হবে।" পুলিসেরও নিরপেক্ষ ভাবে কাজ করা উচিত বলে মন্তব্য করেন রাজ্যপাল।