Last Updated: Monday, December 5, 2011, 23:40
নির্দিষ্ট দিনের আগে সংসদের পাঠানো প্রশ্নপত্রে পরীক্ষা হওয়া কি প্রশ্ন ফাঁস? না কি ফাঁস নয়? শিক্ষামন্ত্রী এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এই বিষয়ে টানাপোড়েনের জেরে সোমবার দিনভর বিভ্রান্তি ছড়াল। শেষে শিক্ষামন্ত্রীর চাপানো সিদ্ধান্ত মানতে বাধ্য হলেও, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ মনে করছে, এভাবে পরীক্ষা নিতে হলে, আখেরে সমস্যাই বাড়বে।