Last Updated: Sunday, January 27, 2013, 10:56
প্রেসিডেন্ট মহম্মদ মুর্সির বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল মিশর। এরই মধ্যে, ফুটবল দাঙ্গায় দোষী সাব্যস্ত ২১ জনের প্রাণদণ্ডের আদেশকে কেন্দ্র করে গতকাল রণক্ষেত্রের চেহারা নেয় সৈয়দ বন্দর। নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে বন্দর শহরে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। আহত প্রায় ৩০০। রাজধানী কায়রোর তাহরির স্কোয়ারেও অব্যাহত পুলিসের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ।