Last Updated: Thursday, February 14, 2013, 22:07
এই রাজ্যে ভূতেরা এখন ভালো আছে। বেড়াতে যাচ্ছে, নাটক করছে, গান শুনছে, উত্সব করছে, যাত্রা শুনতে যাচ্ছে, পিঠে-পুলি খাচ্ছে। ভূত প্রদেশের আত্মহত্যা রাজ্যের নতুন পেতনি প্রধানের মাইক হাতে এই কথাগুলো শুনে হাসি পাচ্ছিল চ্যাঙের। মানুষের মত ভূতেরাও এখন রাজনীতিতে পাকা হয়ে গেছে। বিয়েবাড়ির মত ভূতাজিক অনুষ্ঠানেও এখানকার পেত্নি প্রধান যেভাবে রাজনৈতিক প্রচার করছেন সেটা সত্যিই হাস্যকর আর বোধহয় অপরাধও।