প্রেসিডেন্সি কলেজে হ - Latest News on প্রেসিডেন্সি কলেজে হ| Breaking News in Bengali on 24ghanta.com
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে হামলা টিএমসিপি`র, উত্তপ্ত কলেজ স্ট্রিট চত্বর

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে হামলা টিএমসিপি`র, উত্তপ্ত কলেজ স্ট্রিট চত্বর

Last Updated: Wednesday, April 10, 2013, 14:43

প্রেসিডেন্সি কলেজে হামলা চালাল তৃণমূল ছাত্র পরিষদ। জোর করে কলেজের গেট ভেঙে ঢুকে বল্লম, বর্ষা হাতে তাণ্ডব চালাল একদল টিএমসিপি সদস্য। তারা বহিরাগত বলেই অভিযোগ। এসএফআই, আইসি সংগঠনের ছাত্রদের পাশাপাশি হামলা চালানো হয় সাধারণ ছাত্র ছাত্রীদের উপরেও। এই হামলায় কয়েকজন এসএফআই সমর্থক গুরুতর জখম হয়েছেন।