প্রোমোটার খুন - Latest News on প্রোমোটার খুন| Breaking News in Bengali on 24ghanta.com
প্রোমোটার খুনের মুল অভিযুক্ত পুলিসের নাগালে

প্রোমোটার খুনের মুল অভিযুক্ত পুলিসের নাগালে

Last Updated: Sunday, March 10, 2013, 21:56

মধ্য কলকাতার রবীন্দ্র সরণীতে প্রোমোটার খুনের ঘটনার কিনারা করল কলকাতা পুলিস। গ্রেফতার করা হয়েছে, মূল অভিযুক্ত ইমরান আলম ওরফে আদনানকে। রবিবার ভোরে  জোড়াসাঁকো এলাকা থেকে আদনানকে গ্রেফতার করে কলকাতা পুলিসের গুন্ডা দমন শাখা।