Last Updated: Tuesday, January 22, 2013, 23:30
প্রতি বছরই বলিউডে মুক্তি পায় প্রায় শ`দুয়েক ছবি। নিয়মমাফিক বসে ফিল্মফেয়ারের আসরও। মনোনয়ন, পুরস্কার সবকিছুর মাঝেই প্রতি বছরই কিছু বিশেষ অনুভূতিও প্রাপ্তি হয় তারকাদের। প্রতিবছরই কারও না কারও প্রথম বছর, আবার কেউ এই মঞ্চ থেকেই খুঁজে পান নিজের মনের মানুষকে। ফিল্মফেয়ারের সেইসব অনুভূতিই ভাগ করে নিলেন তারকারা।