ফের গুলি আমেরিকায় - Latest News on ফের গুলি আমেরিকায়| Breaking News in Bengali on 24ghanta.com
ফের গুলি আমেরিকায়, মৃত ১

ফের গুলি আমেরিকায়, মৃত ১

Last Updated: Sunday, August 5, 2012, 23:43

আমেরিকায় উইসকনসিনে গুলি চলল এক ধর্মস্থানে। এই ঘটনায় এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন কুড়ি জন। জানা গিয়েছে, ওক ক্রিক অঞ্চলের ওই ধর্মস্থানের ভিতরে এখনও আটকে রয়েছেন একশো জনেরও বেশি মানুষ। অজ্ঞাতপরিচয় দুই বন্দুকধারী তাঁদের পণবন্দি করে রেখেছে বলে মনে করা হচ্ছে।