ফেয়ার প্রাইস চিকেন - Latest News on ফেয়ার প্রাইস চিকেন| Breaking News in Bengali on 24ghanta.com
মহাকরণে মিলবে ন্যায্য দামে মুর্গি

মহাকরণে মিলবে ন্যায্য দামে মুর্গি

Last Updated: Thursday, May 23, 2013, 23:28

কলকাতা ও শহরতলিতে এলোমেলো দামে বিক্রি হচ্ছে মুর্গির মাংস। দাম উঠছে কেজিতে ১৮০ টাকা পর্যন্ত। মহাকরণে খবর পৌঁছতেই তত্পর মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশ, যেমন খুশি দামে মুর্গির মাংস বিক্রি নিয়ন্ত্রণে পথে নামবে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। আর মূল্যবৃদ্ধিতে হাসফাঁস সরকারি কর্মীদের রিলিফ দিতে সস্তাদরে মুর্গির মাংস বিক্রি করবে প্রাণী সম্পদ দফতর। বৃহস্পতিবার থেকেই মহাকরণে চালু হল ফেয়ার প্রাইস চিকেন।