Last Updated: Sunday, August 25, 2013, 20:15
এরাজ্যের মোট প্রয়োজনের ৮০ শতাংশ পেঁয়াজই আসে বাইরে থেকে। সে কারণে দামের ওপর খুব একটা নিয়ন্ত্রণ থাকে না রাজ্যের ব্যবসায়ীদের। দাবি ফোরাম অফ ট্রেডার্স অর্গানাইজেসনের। একইসঙ্গে তাঁদের বক্তব্য, খুচরো ব্যবসায়ে বিদেশি বিনিয়োগের কেন্দ্রীয় নীতির কারণেই বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। তবে আদার দাম নিয়ে ফাটকাবাজির অভিযোগ স্বীকার করে নিয়েছেন তাঁরা।