Last Updated: Friday, September 28, 2012, 18:18
হিরো থেকে ভিলেন হওয়ার ঘটনাটা রহস্য-রোমাঞ্চের গল্পে শুনতে দারুণ লাগে। কিন্তু বাস্তবে এমন কোনও ঘটনা শুনলে একটু অন্য রকম লাগে কি?এই প্রতিবেদনটা যেই মানুষের জীবনের কাহিনিটা নিয়ে সেটা শোনার পর আপনার দীর্ঘশ্বাস পড়তেই পারে। আর সেই জীবনকাহিনির ওপর লিখতে গেলে শিরোনাম দিতেই হয় `ফর্ম হিরো টু ভিলেন`। তাঁকে নিয়েই লিখেছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম চন্দ্র।