Last Updated: Monday, November 19, 2012, 23:04
ছবি মুক্তির আগে কিছুটা শঙ্কা থাকলেও ইতিহাস বলছিল দিওয়ালি শাহরুখেরই। তাই এবারেও ব্যতিক্রম হল না। কিছুটা দুরুদরু বুকে হলেও ১০০ কোটির ক্যাম্পে ঢুকে গেল `জব তক হ্যায় জান`। দিওয়ালির দিন মুক্তি পেয়েছে যশরাজ ক্যাম্পের `জব তক হ্যায় জান`।