Last Updated: Friday, August 31, 2012, 15:56
গোধরা পরবর্তী নরোদা পাটিয়া দাঙ্গা মামলায় নরেন্দ্র মোদী ঘনিষ্ট প্রাক্তন
মন্ত্রী ও তৎকালীন বিধায়ক মায়াবেন কোডনানিকে ২৮ বছর এবং বিশ্ব হিন্দু
পরিষদের প্রাক্তন নেতা বাবু বজরঙ্গিকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিল
আহমেদাবাদের বিশেষ আদালত।