Last Updated: Wednesday, June 26, 2013, 13:45
মুর্শিদাবাদের খরজুনায় ধর্ষণ করে খুনের প্রতিবাদে আজ বারো ঘণ্টার বনধ পালিত হচ্ছে বড়ঞাঁয়। আলাদাভাবে বনধের ডাক দিয়েছে বামফ্রন্ট ও কংগ্রেস। খড়গ্রামে আদিবাসী মহিলাকে ধর্ষণের প্রতিবাদেও আজ সেখানেও বামফ্রন্টের ডাকে বনধ পালিত হচ্ছে। এলাকার পরিস্থিত বেশ থমথমে।