Last Updated: Wednesday, June 11, 2014, 10:29
বধূ নির্যাতনের মামলায় জেল হেফাজত হল শ্বশুর ও দেওরের। গতকাল হাওড়া আদালতে তোলা হলে বিচারক ধৃতদের জেল হেফাজতের নির্দেশ দেন। অভিযোগ, বিয়ের পর থেকেই শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছিলেন বাঁকরা ইন্দিরা পল্লীর বাসিন্দা পৌলমী পাল। পরিস্থিতি চরমে ওঠায় ডোমজুড় থানায় বধূনির্যাতনের মামলা দায়ের করেন পৌলমীর বাড়ির লোক। অন্য দুই অভিযুক্ত মহিলার স্বামী ও ননদকে খুঁজছে পুলিস।